ফিফা বর্ষসেরা পুরস্কার

ফিফা বর্ষসেরা পুরস্কার

১৯৯১ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার চালু হবার পর থেকে এই পর্যন্ত ৫ জন ব্রাজিলিয়ান ফুটবলার মোট ৮ বার এই পুরস্কার পেয়েছেন। রোনালদো সবচেয়ে বেশী ৩ বার পেয়েছেন, এছাড়া রোনালদিনহো ২ বার এবং রোমারিও, রিভালদো ও কাকা ১ বার করে এই পুরস্কার পেয়েছেন।

১. রোমারিও : ১৯৯৪ সালে রোমারিও প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এই পুরস্কার জিতেছেন। তিনি মোট ৩৪৬ পয়েন্ট পেয়ে এই পুরস্কার পান , বুলগেরিয়ার Hristo Stoitchkov ১০০ পয়েন্ট পেয়ে ২য় হোন।

২. রোনালদো : ১৯৯৬ সালে মাত্র ২০ বছর বয়সে দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে তিনি এই পুরস্কার জিতেন। এখন পর্যন্ত এটাই সবচেয়ে কম বয়সে ফিফা বর্ষ সেরা হবার রেকর্ড। তিনি ৩২৯ পয়েন্ট পেয়ে ১ম হোন, ১৪০ পয়েন্ট পেয়ে আমেরিকার জর্জ ওয়েহ ২য় হোন।

৩. রোনালদো : ১৯৯৭ সালে ২য় বারের মত তিনি ফিফা বর্ষসেরা হোন। ৪৮০ পয়েন্ট পেয়ে তিনি ১ম হোন, আরেক ব্রাজিলিয়ান রবার্তো কার্লোস ৬৫ পয়েন্ট পেয়ে ২য় হোন ।

৪. রিভালদো : ১৯৯৯ সালে ৩য় ব্রাজিলিয়ান হিসেবে ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেন রিভালদো। তিনি মোট ৫৪৩ পয়েন্ট পেয়ে ১ম হোন, ইংল্যান্ড এর ডেভিড বেকহাম ১৯৪ পয়েন্ট পেয়ে ২য় হোন

৫. রোনালদো :২০০২ সালে তিনি তৃতীয় বারের মতো এই পুরস্কার জিতেন, তার পয়েন্ট ছিল ৩৮৪ । ১৭১ পয়েন্ট পেয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর রন হনুমান্সিং ২য় হোন।

৬. রোনালদিনহো : ২০০৪ সালে ৪র্থ ব্রাজিলিয়ান হিসেবে তিনি এই পুরস্কার জিতে নেন। তার পয়েন্ট ছিল ৬২০ , তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ফ্রান্স এর থিয়েরি অরি ৫৫২ পয়েন্ট পেয়ে ২য় হোন।

৭. রোনালদিনহো : ২০০৫ সালে তিনি ২য় বারের মতো এই পুরস্কার জিতে নেন। তার পয়েন্ট ছিল ৯৫৬ , ইংল্যান্ড এর ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ৩০৬ পয়েন্ট পেয়ে ২য় হোন।

৮. কাকা : ২০০৭ সালে পঞ্চম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে কাকা ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেন। কাকা ১০৪৭ পয়েন্ট পেয়ে ১ম হোন, আর্জেন্টিনার মেসি ৩০৬ পয়েন্ট পেয়ে ২য় স্থান অধিকার করেন।